Site icon Amra Moulvibazari

আরও ৮৩ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করলো ইতালিয়ান কোস্টগার্ড

আরও ৮৩ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করলো ইতালিয়ান কোস্টগার্ড


ভূমধ্যসাগর থেকে আরও ৮৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্ট গার্ড। এছাড়াও অভিবাসী বোঝাই ১৯টি নৌকা শনাক্ত করেছে ইতালির নৌবাহিনী। খবর এপির।

বুধবার (৮ মার্চ) দুটি ডিঙি নৌকায় করে ইউরোপের উদ্দেশে পাড়ি জমিয়েছিলো উদ্ধার হওয়া অভিবাসীরা। ইতালির ল্যাম্পাডুসা দ্বীপের কাছে কোস্ট গার্ডের নজরে আসে নৌকা দুটি। সম্প্রতি এই পথে নৌকাডুবি বেড়ে যাওয়ায় ভূমধ্যসাগরে তাদের নজরদারি বাড়িয়েছে ইতালি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্যমতে, তিউনিসিয়া এবং লিবিয়া থেকে সাগর পথে এ পর্যন্ত প্রায় ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালিতে প্রবেশ করেছে। চলতি বছরেই নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছে ৩ শতাধিকের বেশি মানুষ।

এটিএম/



Exit mobile version