Site icon Amra Moulvibazari

গভীর রাতে ওয়ারীর বেবি শপে আগুন

গভীর রাতে ওয়ারীর বেবি শপে আগুন


রাজধানীর ওয়ারীর একটি বেবি শপে সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ওয়ারীর পুলিশ ফাঁড়ির বিপরীতে অবস্থিত ওই বেবি শপ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচন্ড জোরে ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ পান তারা। এরপরই আগুন ছড়িয়ে পড়ে গোটা বেবি শপে। ঘিঞ্জি এলাকা হওয়ায় পার্শ্ববর্তী একাধিক দালানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফলে নিমেষে এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে শপটির ম্যানেজারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এসজেড/



Exit mobile version