Site icon Amra Moulvibazari

ডিজিটাল ভূমি জরিপে কমবে দুর্ভোগ: ভূমিমন্ত্রী

ডিজিটাল ভূমি জরিপে কমবে দুর্ভোগ: ভূমিমন্ত্রী


ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, প্রচলিত ভূমি জরিপে যেখানে ২০-২৫ বছর লাগে, সেখানে খুব অল্প সময়ে ডিজিটাল জরিপ করা সম্ভব হবে।

বুধবার (৩ আগস্ট) পটুয়াখালীতে বাংলাদেশ ডিজিটাল জরিপ পাইলট প্রকল্পের উদ্বোধনকালে এই কথা বলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, এই জরিপ শুরু করার সাথে সাথে খসড়া ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেয়া হবে, যাতে জমির মালিক পৃথিবীর যে কোনো স্থান থেকে তার জমির ম্যাপ দেখে জমির পরিমাণ কম-বেশি হলে দ্রুততার সাথে আপত্তি জানাতে পারবেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, ডিজিটাল জরিপে যাবতীয় তথ্য ডিজিটাল ও নির্ভুল হওয়ায় জরিপে স্বচ্ছতা আসবে, মামলা মোকদ্দমা কমে আসবে, জনগণের ভোগান্তিও কমে আসবে।

পটুয়াখালী ও বরগুনা জেলায় এসএ জরিপের পর আরএস জরিপ সম্পন্ন না হওয়ায় এ দু’টি জেলার ১৪টি উপজেলা বিডিএস’র জন্য বাছাই করা হয়েছে। গৃহায়ন সার্ভে লিমিটেড কর্তৃক এ জরিপে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২শ’ ১৩ কোটি ৫৫ লাখ টাকা।

/এনএএস



Exit mobile version