Site icon Amra Moulvibazari

আদালতে নিজের রাজনৈতিক পরিচয় জাহিরের চেষ্টা শারমিন জাহানের

আদালতে নিজের রাজনৈতিক পরিচয় জাহিরের চেষ্টা শারমিন জাহানের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল N-95 মাস্ক সরবরাহের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাখার সহকারি রেজিষ্ট্রার শারমিন জাহান ‘কে তিনদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবি জানান, আদালতে নিজের রাজনৈতিক সংশ্লিষ্টতা তুলে ধরার চেষ্ঠা করেন সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন। যা আমলে না নিয়ে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আর আসামী পক্ষের আইনজীবির দাবি, উৎপাদনকারী না হয়েও শারমিন জাহান এর বিরুদ্ধে এমন অভিযোগ ষড়যন্ত্র ছাড়া কিছুই না। মাস্ক সরবরাহ করার সাথে উৎপাদনের কোনো সংশ্লিষ্ঠতা নেই। শারমিন শুধুই মাস্ক সরবরাহ করতেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করা প্রতারণার মামলায় শুক্রবার রাতে শাহবাগ এলাকা থেকে শারমিনকে গ্রেফতার করে ডিবি। এরপর রাখা হয় রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে।

২৭শে জুন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকদের জন্য ১১ হাজার N-95 মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় অপরাজিতা ইন্টারন্যাশনাল। এরপরই চার দফার শেষের দুই দফায় সরবরাহ করা মাস্কে ত্রুটি খুঁজে পায় হাসপাতাল কর্তৃপক্ষ।


আরো খবরঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নকল N-95 মাস্ক সরবরাহ করলেন ছাত্রলীগ নেত্রী


আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version