Site icon Amra Moulvibazari

মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন একপেশে ও পক্ষপাতমূলক: তথ্যমন্ত্রী

মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন একপেশে ও পক্ষপাতমূলক: তথ্যমন্ত্রী


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন প্রকাশ করেছে তা একপেশে ও পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২২ মার্চ) দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, যে দেশে বছরে ১ হাজার ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়, সেখানে অন্য দেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার নৈতিকতা আছে কিনা তা দেখার বিষয়। বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে সেটির তদন্ত হয় এবং তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার আগে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আগে প্রশ্ন তোলা দরকার। মার্কিন নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো প্রতিবেদন দেবে কিনা সেটিও দেখার বিষয়।

/এমএন



Exit mobile version