Site icon Amra Moulvibazari

দেশে ক্রমশ ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি; ক্ষতিগ্রস্থ হয়েছেন ২৪ লাখের বেশি মানুষ

দেশে ক্রমশ ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি; ক্ষতিগ্রস্থ হয়েছেন ২৪ লাখের বেশি মানুষ

তীব্র বৃষ্টিতে দেশে ক্রমশ ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতির। উজানের ঢল ও টানা বৃষ্টিতে প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সেই সাথে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংকট তীব্র হচ্ছে। যার ফলে পানি বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বন্যা কবলিত এলাকার লাখ লাখ মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। অবশ্য ত্রান প্রতিমন্ত্রীর দাবি বন্যায় সংকট নেই খাবারের।

কয়েকদিন ধরেই বৃষ্টির কারণে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি বিপদসীমার বেশ উপর দিয়ে বইছে। প্রতিদিনই যেন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার কারণে সহায়-সম্বলহীন হচ্ছে দুর্গত এলাকার মানুষ। নদীতে বিলীন হয়ে যাচ্ছে মাথা গোঁজার ঠাইটুকু।

ফরিদপুরে বন্যার পানিতে পাঁচ উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ১০ দিন ধরে বন্যার পানিতে অসহায় লক্ষাধিক মানুষ। পদ্মার পাশাপাশি অব্যাহতভাবে বাড়ছে আড়িখাল খাঁ এবং কুমার নদের পানিও।

মুন্সিগঞ্জে গত ২৪ ঘন্টায় বেড়েছে পদ্মা নদীর পানি। নদী সংলগ্ন টঙ্গীবাড়ি,লৌহজং ও শ্রীনগর উপজেলার ১৩ টি ইউনিয়নের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে বন্যায়। পানিবন্দি আছেন শতাধিক গ্রামের প্রায় ৭০ হাজার মানুষ।

পদ্মার পানি ক্রমশ বাড়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে রাজবাড়ীর ৪ উপজেলা। নিচু এলাকার অধিকাংশ বসতঘর ও ফসলি জমি তলিয়ে গেছে নদীর পানিতে। শুরু হয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

মানিকগঞ্জে গত কয়েকদিনে পদ্মা, যমুনাসহ কালিগঙ্গা,ধলেশ্বরী ও ইছামতি নদীর পানি বেড়ে যাওয়ায় ৭ উপজেলার ৬টিই বন্যা কবলিত। নতুন করে প্লাবিত হচ্ছে শহরের বিভিন্ন এলাকা।

তৃতীয় দফার বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রাম। বন্যায় ক্ষতিগ্রস্থদের অনেকেই এখনো নূন্যতম ত্রান সহয়তা পান নি।যমুনার পানিতে টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুরসহ বেশ কয়েকটি এলাকা আবার তলিয়ে গেছে। বন্যার কারণে ব্যহত হচ্ছে সড়ক যোগাযেগ।

সিরাজগঞ্জে নদীর পানি বেড়ে যাওয়ায় যমুনাপাড়ে তীব্র হচ্ছে ভাঙ্গন। সদর উপজেলার পাঁচঠাকুরী এলাকায় শতাধিক বসতভিটা বিলীন হয়ে গেছে নদী গর্ভে।  আত্রাই নদীর পানি বাড়ায় নাটোরে সার্বিক পরিস্থিতির আরো অবনতি হয়েছে। তলিয়ে গেছে সিংড়া পৌরসভার নদীর তীরবর্তী অনেক এলাকা।

চলমান বন্যা পরিস্থিতিতে ২৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণের কোনো সংকট নেই বলে দাবি করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এমন দাবি করেন। দেশের ৩১ জেলায় বন্যাদুর্গতদের জন্য ৩ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী।


আরো খবরঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নাগরিক অধিকার বিল পাস-Muslim bill


আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version