Site icon Amra Moulvibazari

রংপুরে ছিনতাই চক্রের বলি অটোরিকশা চালক, ৪ দিন পর মিললো মরদেহ

রংপুরে ছিনতাই চক্রের বলি অটোরিকশা চালক, ৪ দিন পর মিললো মরদেহ


স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরের সুলতানমোড় এলাকায় একটি ধানক্ষেত থেকে কামরুল হাসান (৩৫) নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৪ দিন ধনে নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, অটোরিকশা ছিনতাই করতেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে কামরুল হাসানকে। তিনি নগরীর উপশহর লাকিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।

এনিয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি তদন্ত হোসেন আলী জানান, গত ৩১ মার্চ সন্ধ্যায় বিয়ের নিমন্ত্রণে যাওয়ার জন্য কামরুল হাসানের অটো ভাড়া নেন কয়েকজন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন কামরুল। শনিবার তার সন্ধান চেয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানায় জিডি করে তার পরিবার। মঙ্গলবার সকালে সুলতান মোড় এলাকার একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ কর্মকর্তা হোসেন আলী আরও বলেন, অটোরিকশা ছিনতাই করতে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসজেড/



Exit mobile version