Site icon Amra Moulvibazari

অভিবাসী নির্যাতন নিয়ে সত্য কথা বলায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি রায়হান গ্রেফতার

অভিবাসী নির্যাতন নিয়ে সত্য কথা বলায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি রায়হান গ্রেফতার

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় প্রচারিত 101 East অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে বক্তব্য দেন বাংলাদেশি প্রবাসী রায়হান কবীর। সেখানে তিনি মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর বৈষম্য মূলক ও বর্ণবাদী আচরণের কথা তুলে ধরেন।

এই প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর মালয়েশিয়া সরকার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবেদনটিকে ভিত্তিহীন ও মিথ্যাচার বলে দাবি করে। একই সঙ্গে রায়হান কবীরের বিরুদ্ধে গ্রেফ্রতারি পরোয়ানা জারি করে মালয়েশিয়া সরকার। বাতিল করা হয় তার ওয়ার্ক পারমিট ভিসাও।

শুক্রবার কুয়ালালামপুরের একটি এলাকা থেকে রায়হান কে গ্রেফতার করে পুলিশ। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরকে উদ্ধৃত করে গণ্মাধ্যম স্ট্রেইট নিউজ জানিয়েছে গ্রেফতারকৃত রায়হানকে দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি মালয়েশিয়া প্রবেশ রোধে তাকে কালো তালিকাভুক্ত করার কথা জানানো হয়।

Exit mobile version