Site icon Amra Moulvibazari

পশুর হাটে হাতেগোণা ক্রেতা; ভীড় এড়াতে উচ্চবিত্তরা যাচ্ছেন খামারে!

পশুর হাটে হাতেগোণা ক্রেতা; ভীড় এড়াতে উচ্চবিত্তরা যাচ্ছেন খামারে!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যবিধি মেনে কুরবানি পশুর হাট বসলেও ক্রেতার অভাবে দুশিন্তায় আছেন ব্যাপারীরা। পশুর হাটে ক্রেতার থেকে দর্শকের সংখ্যাই বেশি। দল বেধে কিশোররা আসছে বাজারে পশুর হাট দেখতে।

তবে কুরবানি পশুর হাটে মন্দা অবস্থা থাকলেও জমজমা্ট বিক্রি শুরু হয়েছে রাজধানী ঢাকার আশপাশের খামারগুলোতে। বিশাল বড় আকারের গরু, তিন লাখ টাকা দামের ছাগল, অস্টেলিয়ান ভেড়া কিংবা দুবাই থেকে আনা দুম্বা সহ রয়েছে নানান জাতের কুরবানির পশু। করোনা ভাইরাসের কারনে পশুর হাটের ভীড় এড়াতে এসব খামারের ওপরেই ভরসা করছেন উচ্চবিত্তরা। তবে এরপরও করোনার বছরে শেষ পর্যন্ত এসব পশু বিক্রি হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা।

রাজধানী বিভিন্ন  খামারগুলোতে বড় আকৃতির গরুর যেনো কমতি নেই। অনেকে অগ্রিম কিনে রাখলেও নিয়ে যাবেন ঈদের ঠিক আগ মূহুর্তে। গরুর বাইরে যারা অন্য পশু কোরবানী দিতে চান, তাদের জন্যও রয়েছে নানা চমক।

খামারগুলোতে মিলছে ২ থেকে ৩ লাখ দামের ব্রিটল জাতের ছাগল। পাশাপাশি রয়েছে দুবাই থেকে আনা দুম্বা, যেগুলো বিক্রি হচ্ছে চড়া দামে। এছাড়া অস্টেলিয়ান ভেড়া দেখতে যতটা সুন্দর তার চেয়ে ঢেরবেশি এগুলোর দাম। ইমরান হোসেন, মালিক, সাদেক এগ্রো পাশাপাশি এসব খামারে মিলছে বড় আকারের মহিষ। তবে এবছর করোনার কারনে বিক্রি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে সব খামারিরা।


আরো খবরঃ ঘুষ না দেয়ায় হতদরিদ্র কিশোরের সব ডিম রাস্তায় ফেলে ভেঙ্গে দিলো পুলিশ


আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version