Site icon Amra Moulvibazari

ভাড়া তদারকিতে রাজধানীর বাস টার্মিনালগুলোয় বিআরটিএর অভিযান

ভাড়া তদারকিতে রাজধানীর বাস টার্মিনালগুলোয় বিআরটিএর অভিযান


অভিযানকালে বিআরটিএ।

ঈদযাত্রায় বাড়তি ভাড়া তদারকিতে গাবতলীসহ রাজধানীর বাস ট্রার্মিনালগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে গাবতলীতে ভাড়া তদারকি করা হয়। যদিও এ দিন বাড়তি ভাড়া নেয়া বা যাত্রী হয়রানির কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও কাউন্টারে ঘুরে ঘুরে সবাইকে সতর্ক করা হয়েছে।

তাছাড়া যাত্রীদের কোনো অভিযোগ থাকলে গাবতলীতে বিআরটিএর স্থায়ী ক্যাম্পে জানানোর অনুরোধ জানানো হয়েছে। ঈদের আগ পর্যন্ত তাদের ভাড়া তদারকি অভিযান চলবে বলেও জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

/এসএইচ



Exit mobile version