Site icon Amra Moulvibazari

যুক্তরাষ্ট্রে নামাজ শেষে বাড়ি ফেরার পথে গায়ে আগুন, অভিযুক্ত আটক

যুক্তরাষ্ট্রে নামাজ শেষে বাড়ি ফেরার পথে গায়ে আগুন, অভিযুক্ত আটক


ছবি: সংগৃহীত

সন্ধ্যায় নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের গায়ে আগুন দেয় এক দুস্কৃতিকারী। পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করেছে পুলিশ। খবর সিএনএন’র।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের বার্মিংহ্যামে।

পুলিশ জানায়, হামলার শিকার ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ মাগরিবের নামাজের পর বার্মিংহ্যামের এজবাস্টনে নিজ বাড়িতে ফিরছিলেন। ওই সময় এক ব্যক্তি তার পথরোধ করে। প্রথমে অভিযুক্ত হামলাকারী তার গায়ে কিছু একটা স্প্রে করে ছিটিয়ে দেন। এরপর তার জ্যাকেটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, আগুনে ওই বৃদ্ধের মুখমণ্ডল পুড়ে গেছে। তবে তিনি গুরুতর আহত হননি।

অভিযুক্ত হামলাকারীকে পুলিশ ডুডলে রোড থেকে আটক করে। ওই রাস্তাটির কাছেই বৃদ্ধের ওপর হামলার ঘটনা ঘটে।

/এনএএস



Exit mobile version