Site icon Amra Moulvibazari

সুদানে তৃতীয় দিনের মতো চলছে সংঘাত, নিহতের সংখ্যা বেড়ে ১৮৫

সুদানে তৃতীয় দিনের মতো চলছে সংঘাত, নিহতের সংখ্যা বেড়ে ১৮৫


সুদানে চলমান সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৮৫ জনে। তিনদিনের সহিংসতায় আহত প্রায় দু’ হাজার মানুষ। সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন এ তথ্য। খবর সিএনএন এর।

সোমবারও (১৭ এপ্রিল) রাতভর চলে বিমান হামলা, গোলাগুলি ও বিস্ফোরণ। আতঙ্কে রাজধানী ছাড়ছেন অনেক বাসিন্দা।

এদিকে খার্তুমে নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন সুদানে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আইদান ও’হারা। বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইইউ ও যুক্তরাষ্ট্র।

মূলত র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস-আরএসএফ’কে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে ঘোষণা দিয়েছে সুদানের সেনাবাহিনী। বিলোপের নির্দেশও দেয়া হয়েছে। সেনাপ্রধান আল বুরহানকে উগ্র ইসলামপন্থী হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান আরএসএফ প্রধান। সেনাবাহিনী ও শক্তিশালী আধা সামরিক বাহিনী আরএসএফ’র ক্ষমতার লড়াইয়ে চারদিন ধরে রণক্ষেত্র সুদান।

এসজেড/



Exit mobile version