হাজার হাজার মানুষের অংশগ্রহণে আবারো জুমআর নামাজ অনুষ্ঠিত হলো ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়ায়। দীর্ঘ ৮৬ বছর পর আয়া সোফিয়ার মিনার থেকে আজানের ধ্বনি শুনলেন মুসল্লিরা। এর আগে আল্লাহু আকবার তাকবিরে মুখরিত হয়ে উঠে ঐতিহাসিক আয়া সোফিয়া প্রাঙ্গন।
ইতিহাসের সাক্ষী হতে শুক্রবার সকাল হতেই জাদুঘর থেকে আবারো মসজিদে রূপান্তর হওয়ায় করোনা অ তীব্র গরম উপেক্ষা করে আয়া সোফিয়া প্রাঙ্গনে জড়ো হতে থাকেন হাজারো মুসল্লিরা। কড়া নিরাপত্তার মধ্যেই এই জুমআর নামজে অংশ নিতে মুসল্লিদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
ঐতিহাসিক আয়া সোফিয়ার এই জুমআর নামাজে অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হন প্রবাসী বাংলাদেশিরাও। জুমআর নামাজ উপলক্ষে গাড়ি, রাস্তা-ঘাট বন্ধ থাকলেও পায়ে হেঠে প্রবাসী বাঙ্গালীরা এখানে হাজির হয়েছেন নামাজ আদায় করার জন্য।
বাইজেন্টাইন সাম্রাজ্যের নির্মিত আয়া সোফিয়ায় জুমআর নামাজে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতারা শরিক হন।
নামাজের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পাশাপাশি মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান দেয়া হয়। মুসলিম উম্মাহের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।