Site icon Amra Moulvibazari

চিরতরে পৃথিবীর বুক থেকে সরে যেতে পারে শ্বেত ভাল্লুক

চিরতরে পৃথিবীর বুক থেকে সরে যেতে পারে শ্বেত ভাল্লুক

২১’শ সাল নাগাদ পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে মেরু অঞ্চলের শ্বেত ভাল্লুক ।বৈশ্বিক উষ্ণতার কারণে বিভিন্ন প্রজাতির প্রানীটির অস্তিত্ব নিশ্চিহৃ হতে বাকি নেই ৮০ বছর ও।

বিজ্ঞানীরা বলছেন, সারা পৃথিবীতে বৈশ্বিক উষ্ণতার যে হার,তার চেয়ে দ্বিগুন হারে বাড়ছে আর্কটিক অঞ্চলের তাপমাত্রা । বাসস্থান সংকুচিত হয়ে আসার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলেই কমেই যাচ্ছে শ্বেত ভাল্লুকের খাবারের উৎস।

বরফ গলে যাওয়ার কারণে কঠিন হয়ে পড়েছে প্রিয় সিল মাছ শিকার করা। ফলে নিজেদের এবং শাবকদের খাবার সংগ্রহে তাদের দূর-দুরান্তে যেতে হয় । এ অবস্থায় বিশেষ করে শীতকালে অনাহারেই থাকছে শ্বেত ভাল্লুকরা।


আরো খবরঃ গাজীপুর এ খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোন সহ ৪ শিশুর মৃত্যু!


আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version