Site icon Amra Moulvibazari

আন্দোলনে আহত ইমরানের চিকিৎসার দায়িত্ব নিলো ছাত্রদল

আন্দোলনে আহত ইমরানের চিকিৎসার দায়িত্ব নিলো ছাত্রদল


বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ইমরানের চিকিৎসার খরচ ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে ছাত্রদল। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে দেখতে যান সংগঠনটির একটি প্রতিনিধি দল।

এ সময় তারা ইমরানের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাকে আর্থিক সহায়তা করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আহতদের দ্রুত চিকিৎসাসেবা দিতে ব্যর্থ হচ্ছে। দলের পক্ষ থেকে ইমরানের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

প্রতিনিধি দলটিতে আরও ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি ডা. আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকাশ, সহ সাধারণ সম্পাদক ডা. নিবিড়, মো. রাহাত হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সৈকত, সাধারণ সম্পাদক ডা. ইমরান।

/আরএইচ



Exit mobile version