Site icon Amra Moulvibazari

যক্ষ্মায় বছরে ৪২ হাজার মানুষ মারা যায়: স্বাস্থ্যমন্ত্রী

যক্ষ্মায় বছরে ৪২ হাজার মানুষ মারা যায়: স্বাস্থ্যমন্ত্রী


ফাইল ছবি।

যক্ষ্মায় বছরে ৪২ হাজার মানুষ মারা যায় এবং ৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়। এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব যক্ষ্মা দিবসকে সামনে রেখে বুধবার (২২ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও আইসিডিডিআর’র যৌথ উদ্যোগের আয়োজনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যক্ষ্মা বিষয়ক স্বাস্থ্যসেবা জনসাধারণের হাতের নাগালে পৌঁছে দেয়া হয়েছে। বাংলাদেশ এখনো যক্ষ্মার উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলির একটি। ২০৩০ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

ইউএইচ/



Exit mobile version