সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর
নাটোরে প্রায় ১৮ কেজি গাঁজাসহ নায়েব আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার গোয়ালদিঘি কৃষ্ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার গোয়ালদিঘী কৃষ্ণপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি বাড়ি থেকে ১৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা রাখার অভিযোগে নায়েব আলীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নায়েব আলী স্বীকারোক্তি দেয় যে, কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ওই গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য সে নিজের কাছে মজুদ করেছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করে নায়েব আলীকে থানায় সোপর্দ করা হয়েছে।
এটিএম/