Weather
রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পূর্ভাবাস ( Weather Forecast ) বলছে সারা দেশে আরো দু-দিন এই অবস্থা চলবে। বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে পানি জমে গেছে। এতে বেড়েছে জনদুর্ভোগ। কিছু এলাকায় বাসায় পানি ঢুকারও উপক্রম দেখা দিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বছরের এই সময়টায় এইরকমই বৃষ্টি হয়ে থাকে। এর প্রভাবে ২৪ ঘন্টায় সারা দেশে বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়া বইতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রংপুরে ২৪৯ মি.লি.। এদিকে রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আরো খবরঃ মাত্র দুইশ টাকা ধার না দেয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা । Murder
আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari