Site icon Amra Moulvibazari

মাত্র দুইশ টাকা ধার না দেয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা । Murder

মাত্র দুইশ টাকা ধার না দেয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা । Murder

‎মাত্র দুইশত টাকা ধার না দেয়ায় টাঙ্গাইলের মধুপুরে খুন করা হয় একই পরিবারের চারজনকে। আটক প্রতিবেশী সাগর আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে বলে দাবি র‍্যাবের ।

রোববার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে র‍্যাব জানায়, সাগর আলীকে তার নিজ গ্রাম থেকে আটক করা হয় । কর্মকর্তারা জানান, নিহত ওসমান গণি বাসায় ভাড়া থাকত পেশায় রিকশা চালক সাগর। গনির কাছ থেকে মাঝে মধ্যে টাকা ধার নিয়ে ফেরত দিতো না সে।

গত বুধবার আবার ও দুইশত টাকা ধার চাইলে গনি থাকে না করে দেন। এতে অপমানিত বোধ করে সাগর।এরই জের ধরে সাগর বুধবার রাতে কয়েকজন সহযোগীকে নিয়ে গনির বাসায় যায় , এক পর্যায়ে গনি এবং তার স্ত্রী ও দুই সন্তানকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে কুপিয়ে হত্যা করে তারা ।জোয়াদ আলী নামে একজনকে আটক করেছে পুলিশ।


আরো পোস্টঃ স্বাস্থ্য অধিদপ্তর এর আনুমোদন নিয়ে ভুয়া প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা আত্মসাৎ


আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version