Site icon Amra Moulvibazari

যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন যুদ্ধ চলুক: আয়াতুল্লাহ খামেনি

যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন যুদ্ধ চলুক: আয়াতুল্লাহ খামেনি


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ছবি: সংগৃহীত

রুশ-ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে চেয়েই এই যুদ্ধ বাধিয়েছে মার্কিনিরা। এছাড়া, সংঘাত বন্ধে বাইডেন প্রশাসনের কোনো আগ্রহ নেই বলেও দাবি করেন তিনি। খবর আল জাজিরার।

মঙ্গলবার (২১ মার্চ) ইরানের শহর মাশদাদে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেন, আমরা স্পষ্টভাবেই ইউক্রেন যুদ্ধে আমাদের সম্পৃক্ত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করছি। আমরা কোনোভাবেই এই সংঘাতে জড়িত নই। ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। তারা ন্যাটোকে পূর্ব ইউরোপে আরও প্রসারিত করতে চেয়েছিল। যার ফল এই যুদ্ধ।

আয়াতুল্লাহ আল খামেনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে মার্কিনিরাই। দরিদ্র ইউক্রেনীয়রা কষ্ট পাচ্ছে আর আমেরিকান অস্ত্র নির্মাতারা ফুলে-ফেঁপে উঠছে। এ কারণেই যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগেই তারা সহযোগিতা করছে না। তারা চায় না যুদ্ধ থামুক। তারা চায়, এই যুদ্ধ চলুক।

আরও পড়ুন: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

/এম ই



Exit mobile version