Site icon Amra Moulvibazari

ব্রয়লার মুরগির যৌক্তিক দাম কার্যকরে চেষ্টা করা হচ্ছে: ভোক্তার মহাপরিচালক

ব্রয়লার মুরগির যৌক্তিক দাম কার্যকরে চেষ্টা করা হচ্ছে: ভোক্তার মহাপরিচালক


প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন ব্যয় ১৪০ থেকে ১৬০ টাকা। সেই অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতি কেজির দাম কোনোভাবেই ২০০ টাকার বেশি হবার কথা নয়। তাই যৌক্তিক দাম কার্যকরে কাজ করছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

বুধবার (২২ মার্চ) রাজধানীর নিউমার্কেট এলাকায় বাজার মনিটরিংয়ে অংশ নিয়ে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে দেশের সব উপজেলা পর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।

এ সময় দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, বাজারে অস্থিরতা দূর করতে প্রয়োজনে বিদেশ থেকে ব্রয়লার ও ডিম আমদানি করা যেতে পারে। কোনোভাবেই কালোবাজারিদের হাতে এর নিয়ন্ত্রণ তুলে দেয়া যাবে না। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও (এফবিসিসিআই) মনে করে, এই মুহূর্তে ব্রয়লার মুরগির দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই।

/এমএন



Exit mobile version