Site icon Amra Moulvibazari

টুইটারের ছাঁটাই যেন থামছেই না

টুইটারের ছাঁটাই যেন থামছেই না


আবারও ৫০ কর্মকর্তাকে চাকরি থেকে ছাঁটাই করলো মাইক্রোভ্লগিং সাইট টুইটার। ধনকুবের ইলন মাস্ক প্রতিষ্ঠানটির মালিকানা গ্রহণের পর এ নিয়ে ৮ম দফা হলো কাটছাট। খবর বিবিসির।

এবারের কর্মী ছাঁটাই টুইটারের একাধিক প্রকৌশলী টিমের ওপরে প্রভাব ফেলেছে। যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন প্রযুক্তি, টুইটারের মূল অ্যাপ এবং টুইটারের সিস্টেমগুলো চালু রাখার জন্য প্রযুক্তিগত অবকাঠামোও। ফের কর্মী ছাঁটাইয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে টুইটারের ভারতীয় অফিস বন্ধ করে দেন মাস্ক। কমিয়ে দেয়া হয় মুম্বাই ও দিল্লির ৯০ শতাংশ কর্মী।

এটিএম/



Exit mobile version