Site icon Amra Moulvibazari

তালগাছ প্রকল্প ব্যর্থ, বজ্রপাত ঠেকাতে নতুন প্রকল্প: দুর্যোগ প্রতিমন্ত্রী

তালগাছ প্রকল্প ব্যর্থ, বজ্রপাত ঠেকাতে নতুন প্রকল্প: দুর্যোগ প্রতিমন্ত্রী


স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

বজ্রপাতে মৃত্যুর হার শূন্যতে নামাতে গ্রামীণ পর্যায়ে তাল গাছ লাগানো প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় নতুন প্রকল্প নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার (২২ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর রর্বাটসনগঞ্জ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্জপাতে মৃত্যু ঠেকাতে তালগাছ প্রকল্প ব্যর্থ। সেকারণে দেশের ১৫টি এলাকায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। এছাড়াও মৃত্যুর হার শূন্যে নামাতে এক হাজার ৯০০ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক মন্দার কারণে প্রকল্পটি এখনো একনেকে পাশ হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে তা অনুমোদন হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বজ্রপাতের চল্লিশ মিনিট আগে সতর্কবার্তা পাওয়া যাবে।

পরে প্রতিমন্ত্রী কলেজের অধ্যক্ষ হোসেন জাকিরের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি স্কুলটিতে তার ছেলেবেলার স্মৃতিচারণ করেন।

ইউএইচ/



Exit mobile version