ঢাকার তাপমাত্রা আর বৃদ্ধির আশংকা নেই। তবে চলমান তাপদাহ কমে আসতে আরও দু’একদিন সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশের তাপদাহও এই সপ্তাহের শেষে কমে আসবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে রেকর্ড তাপমাত্রায় এরইমধ্যে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির আশায় নামাজ আদায় করে দোয়া করেছেন মাওলানা শায়খ আহমাদুল্লাহ ও অন্যান্য মুসল্লিরা।
কাঠফাটা রোদে যেন আগুনের ফুলকি নামছে আকাশ থেকে। এরইমধ্যে ৫৮ বছরের রেকর্ড ভেঙ্গেছে তাপের পারদ। তবু থেমে নেই জীবনের ব্যস্ততা। ভোগান্তির শব্দহীন অনুভুতি একটু বেশিই টের পান কঠোর পরিশ্রমের মানুষগুলো। রোদের উত্তাপে শরীরের যন্ত্রনা ঘাম হয়ে ঝরে অবিরত। কর্মক্লান্ত হয়ে শরীর ঠাণ্ডা করার উপায় খুঁজছেন শহরের বাসিন্দারা। কিন্তু, কংক্রিটের এ শহরে শরীর পানিতে ডোবানোর জায়গা আর কই! উন্নয়নের ফাঁকে পড়ে থাকা জলাধারেই তাই শান্তি খুঁজছেন অনেকে।
গত কয়েকদিনের টানা তাপদাহে অতিষ্ট সব শ্রেণী-পেশার মানুষ। বৃষ্টির আশায় নফল ইবাদতও করেছেন কেউ কেউ। সোমবার (১৭ এপ্রিল) আফতাবনগরে বিশেষ নামাজ ও মোনাজাত করেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।
ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, গরমে যখন মানুষের অবস্থা খুবই খারাপ এমনই এক পরিস্থিতিতে মহানবী (সা:) সাহাবিদের নিয়ে বের হলেন। তিনি সবাইকে নিয়ে সালাতুল ইস্তিসকারা আদায় করলেন। আমরা মুসলিম হিসেবে প্রিয় নবীর আমলটি অনুসরণের চেষ্টা করলাম মাত্র।
এদিকে, এখনও কোনো ইতিবাচক বার্তা নেই আবহাওয়া অফিসের কাছে। তবে পরিস্থিতি আপাতত আর খারাপ হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বৃষ্টির পানিতে ভিজতে অপেক্ষা করতে হবে আরও দুএকদিন।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ঈদের পর থেকে বাতাসের আদ্রতা কমে যাওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় গরমের তীব্রতাও কমবে।
/এসএইচ