Site icon Amra Moulvibazari

মালয়েশিয়ায় ফ্লাইওভার থেকে তিন সন্তানকে ফেলে দিয়ে বাবার আত্মহত্যা

মালয়েশিয়ায় ফ্লাইওভার থেকে তিন সন্তানকে ফেলে দিয়ে বাবার আত্মহত্যা


ছবি: সংগৃহীত

এক ব্যক্তি তার দুই শিশু সন্তানকে ফ্লাইওভার থেকে ফেলে দিয়ে হত্যা করেন। এরপর তিনি নিজেও সেখান থেকে ঝাঁপ দেন। মঙ্গলবার (২ আগস্ট) মালয়েশিয়ার দেসা জায়া এলাকায় এই ঘটনা ঘটে।

দ্য স্টাররের এক প্রতিবেদনে বলা হয়, এক সন্তানকে কোলে করে ফ্লাইওভারে হেঁটে যান ওই ব্যক্তি। এ সময় অপর দুই সন্তান ওই ব্যক্তির সাথে হেঁটে যাচ্ছিল। তিন সন্তানকে ছুঁড়ে ফেলে দেয়ার কিছুক্ষণ পর ঝাঁপ দেন ওই ব্যক্তিও। ওই জায়গার উচ্চতা ছিল ২০ মিটার। জানা গেছে, এ ঘটনায় ওই ব্যক্তি ছাড়াও নিহত হয়েছে ৮ বছর বয়সী এক মেয়ে ও ছয় থেকে সাত বছর বয়সী এক ছেলে।

আর পাঁচ বছর বয়সী এক ছেলে ২০ মিটার উঁচু থেকে পড়েও বেঁচে যায়। ধারণা করা হয়, কোলে করে এই শিশুটিকেই নিয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। তাকেই প্রথমে ছুড়ে ফেলেন তিনি। কিন্তু শিশুটির ভাগ্য ভালো হওয়ায় ঘাসের ওপর গিয়ে পড়ে সে। তবে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছে শিশুটি। সে এখন একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

/এনএএস



Exit mobile version