Site icon Amra Moulvibazari

মুন্সিগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

মুন্সিগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়


মুন্সিগঞ্জ প্রতিনিধি:

সারাদেশের মতো প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত মুন্সিগঞ্জের জনজীবন। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার আদায় করেছেন মুসল্লিরা।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর গ্রামবাসীর উদ্যোগে বিশেষ এ নামাজ আদায় হয়।

সদর উপজেলার মালিরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মালিরপাথর গ্রামের প্রায় শতাধিক মুসল্লি।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মালিরপাথর নূরে মদিনা জামে মসজিদ ও মাদরাসার ইমাম ও খতিব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

এএআর/



Exit mobile version