Site icon Amra Moulvibazari

২০ বছরের প্রেমিকের সাথে পালালেন পঞ্চাশ বছরের নারী!

২০ বছরের প্রেমিকের সাথে পালালেন পঞ্চাশ বছরের নারী!


ছবি: সংগৃহীত

দীর্ঘ সাড়ে তিন দশকের বিবাহিত জীবনের ইতি টেনে কুড়ি বছরের প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন পঞ্চাশ বছরের এক নারী। ওই নারীর সাতটি সন্তান রয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রদেশের ছতরপুর জেলার সতাই থানা এলাকার চান্দেরনপুরওয়া এলাকার বাসিন্দা হরিমোহন সেন পুলিশের কাছে অভিযোগ করেন, তার স্ত্রী সঞ্জু সেন তারই ফার্মের কুড়ি বছরের যুবক মহেশ সেনের সঙ্গে পালিয়ে গিয়েছেন।

তিনি পুলিশকে আরও জানান, তাদের সাতটি সন্তান রয়েছে। এর মধ্যে তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এখন তার সন্তানরা কাঁদতে কাঁদতে দরজায় দরজায় মায়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে তার স্ত্রী খুঁজে দেয়ার আবেদন করেন তিনি। পাশাপাশি অভিযুক্ত মহেশকে গ্রেফতারেরও আবেদন করেন।

এ ঘটনায় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ নিয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।

ইউএইচ/



Exit mobile version