Site icon Amra Moulvibazari

জেনে নিন বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে টিকিটের মূল্য

জেনে নিন বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে টিকিটের মূল্য


ছবি: সংগৃহীত

আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ দুটির টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের টিকিট পাওয়া যাবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে। টিকিট মিলবে ম্যাচের দিনও। সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য এবং সর্বোচ্চ ১৫০০ টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের দাম।

ভিআইপি ও ক্লাব হাউজের জন্য গুনতে হবে ১০০০ ও ৫০০ টাকা করে। নর্থ ও সাউথ স্ট্যান্ড এ খেলা দেখতে পারবেন ৩০০ টাকা দিয়েই। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২০২৩ সালে ঘরের মাঠে প্রথম সিরিজ এটি। ফলে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ ও ৩ মার্চ।

এএআর/



Exit mobile version