Site icon Amra Moulvibazari

সরকারী অর্থ ব্যয়ে সাশ্রয়ী হোন -প্রধানমন্ত্রী

সরকারী অর্থ ব্যয়ে সাশ্রয়ী হোন -প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । দুপুরে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক’র সভায় এই নির্দেশনা দেন । সরকারী অর্থ ব্যয়ে সাশ্রয়ী হওয়ার আহবান জানান তিনি । আবাসন ও বিদেশ ভ্রমনে খরচ কমিয়ে দেশের টাকা বাঁচানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী ।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এতে ৮ টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এগুলো বাস্তবায়নে খরচ হবে ১০ হাজার ১০২ কোটি হবে ।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, ঢাকা উত্তর সিটিতে নতুনভাবে যুক্ত হওয়া ১৮ টি ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে সরকার। এজন্যে ৪ হাজার ২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে,একনেক।

Exit mobile version