Site icon Amra Moulvibazari

সংঘাতপূর্ণ সুদানে আজ থেকে কার্যকর হলো এক সপ্তাহের অস্ত্রবিরতি

সংঘাতপূর্ণ সুদানে আজ থেকে কার্যকর হলো এক সপ্তাহের অস্ত্রবিরতি


ছবি : সংগৃহীত

সংঘাতপূর্ণ সুদানে আজ (৪ মে) থেকে কার্যকর হলো এক সপ্তাহের অস্ত্রবিরতি। তবে রাজধানী খার্তুম এবং আশপাশের এলাকাগুলোয় অব্যাহত আছে হামলা-গোলাবর্ষণ। খবর এপি নিউজের।

এরইমধ্যে মানবিক করিডোর দিয়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, গত তিন সপ্তাহে সংঘাতপূর্ণ দেশটি ছেড়েছেন এক লাখের বেশি মানুষ। এছাড়া সুদানেই বাস্তুচ্যুত তিন লাখ ৩৪ হাজারের ওপর বাসিন্দা।

এ ব্যাপারে সৌদি আরবে জরুরি বৈঠকে বসে ইসলামিক জোট ওআইসির সদস্য রাষ্ট্রগুলো। সেখানে শান্তি আলোচনার ভিত্তিতে সংঘাত নিরসনের আহ্বান জানানো হয়।

এছাড়া নিজেদের মধ্যে লড়াই কমিয়ে ভ্রাতৃত্ব ও সংহতি প্রকাশের অনুরোধ জানান নেতারা। গত ১৫ এপ্রিল থেকে ক্ষমতা দখলের লড়াইয়ে উত্তাল সুদান। প্রাণ হারিয়েছে সাড়ে ৫ শতাধিক মানুষ। আহত ৫ হাজারের কাছাকাছি। পর্যবেক্ষকরা বলছেন, প্রকৃত সংখ্যা এর তুলনায় অনেক বেশি।

এএআর/



Exit mobile version