Site icon Amra Moulvibazari

দূতাবাস উদ্বোধনে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

দূতাবাস উদ্বোধনে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী


ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

বিকেলে ঢাকার বনানীর বি ব্লকের একটি ভবনে উদ্বোধন হবে আর্জেন্টিনা দূতাবাস। সেটি উদ্বোধন করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

জানা গেছে, তার সফরসূচিতে দু’দেশের বাণিজ্য সহযোগিতা, মানুষের যোগাযোগ বৃদ্ধিসহ ফুটবল সহযোগিতা নিয়ে আলোচনার কথা রয়েছে। কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি, দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, ফুটবল সংক্রান্ত বিষয়েও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদলও বাংলাদেশে আসছে পররাষ্ট্রমন্ত্রী ক্যাফিয়েরোর সফরসঙ্গী হয়ে। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও পরির্দশনে যাবেন সান্তিয়াগো ক্যাফিয়েরো। সেখানে শিশুদের একটি প্রীতি ফুটবল ম্যাচে দর্শক হবেন তিনি।

এটিএম/



Exit mobile version