Site icon Amra Moulvibazari

ঢাকায় তেলভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনাটি সাজানো: ট্রাক মালিক

ঢাকায় তেলভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনাটি সাজানো: ট্রাক মালিক


প্রতীকী ছবি

তেলভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনাটি সাজানো বলে জানিয়েছেন ট্রাকটির মালিক শামীম আহমেদ। নরসিংদীতে গাড়িটি পাওয়া গেছে এবং চালক পলাতক বলেও জানান।

জানা গেছে, ড্রাইভারই ফোন করে ট্রাকটির সন্ধান দেয়। ট্রাকে সয়াবিন তেলের ড্রাম ছিল না। চালক বাবুলের বিরুদ্ধে গাজীপুরের সাভার থানায় মামলা করবে ট্রাক মালিক শামীম আহমেদ।

প্রসঙ্গত, গতকাল বুধবার (২৭ এপ্রিল) ট্রাক চালক বাবুল জানান, এদিন সকালে ট্রাকযোগে (ঢাকা মেট্রো ট ১১-৯২২৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি অয়েল মিল থেকে ৬০ ড্রাম সয়াবিন (১১ হাজার ১০০ কেজি) তেল নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিং মিলে যাচ্ছিলেন। সকাল সাড়ে দশটার দিকে ৩০০ ফিটের খিলক্ষেত থানার নীলা মার্কেটের পর বালু নদীর সেতু পার হয়ে ১০০ গজ এগুলে কমিউনিটি পুলিশের জ্যাকেট পরা একদল লোক গতিরোধ করে গাড়ি ও মালের কাগজ দেখতে চায়। এরমধ্যেই ট্রাক চালক বাবুলকে একটি মাইক্রোবাসে তুলে নেয় ছিনতাইকারীদের কয়েকজন। আরেকটি গ্রুপ ট্রাকভর্তি তেল নিয়ে চম্পট দেয়। পরে বাবুলকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মাইক্রোবাস থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা।

/এমএন



Exit mobile version