Site icon Amra Moulvibazari

যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন দিয়েছে, তা দেশের জন্য লজ্জার: ফখরুল

যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন দিয়েছে, তা দেশের জন্য লজ্জার: ফখরুল


মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন দিয়েছে, তা দেশের জন্য লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ মার্চ) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। দেশে বর্তমানে গণতন্ত্র, মানবাধিকার এবং বাকস্বাধীনতা নেই বলেও দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মানবাধিকারের রিপোর্ট প্রকাশের পর আওয়ামী লীগের নেতারা এ বিষয়ে বানিয়ে কথা বলছেন। বর্তমান সরকার সচেতনভাবেই বাংলাদেশ থেকে গণতন্ত্র সরিয়ে ফ্যাসিবাদ ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। সব রাজনৈতিক দল এক হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার হঠাবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

ইউএইচ/



Exit mobile version