Site icon Amra Moulvibazari

প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্টের ফোন; দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময়

প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্টের ফোন; দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে মতবিনিময়


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে এ ফোনালাপ করেন তারা। ইরানের নতুন প্রশাসন দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ ও সুসংহত করতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করায় সরকারপ্রধান রাইসিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোর জন্যও ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানানো হয়।

শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রকৃত সম্ভাবনার অনেক নিচে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বাণিজ্য বাড়াতে উভয় পক্ষের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

দুই দেশের চেম্বার সংস্থাগুলোর মধ্যে একটি যৌথ ব্যবসায়িক কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন শেখ হাসিনা। ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

/এমএন



Exit mobile version