আগামীতে সব ধরনের নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। স্থানীয় সরকার নির্বাচন দেখে জাতীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বনানী কার্যালয়ে পাঁচ সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের নাম ঘোষণার সময় এ কথা জানান তিনি।
তিনি বলেন, বরিশাল সিটিতে জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, খুলনায় মোহাম্মদ শফিকুল ইসলাম মধু, সিলেটে মোহাম্মদ নজরুল ইসলাম বাবর, রাজশাহীতে মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন এবং গাজীপুরে লাঙল প্রতীকের প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন।
নির্বাচনে সব ধরনের সুযোগ দিতে কমিশনের প্রতি আহবান জানিয়ে জি এম কাদের বলেন, নির্বাচনের ওপর জনগণের আস্থা হারিয়ে গেছে। সরকারের উচিত আস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা করা।
জি এম কাদের বলেন, জাতীয় নির্বাচনের আগে সব মেয়াদোত্তীর্ণ কমিটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইউএইচ/