Site icon Amra Moulvibazari

চীনে স্কুলে ছুরিকাঘাতে নিহত ৩, আহত ৬

চীনে স্কুলে ছুরিকাঘাতে নিহত ৩, আহত ৬


চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়ানসি প্রদেশের একটি কিন্ডারগার্ডেন স্কুলে ছুরিকাঘাতে ৩ জন নিহত হয়েছে এবং ৬ জন আহত হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

চীনের পুলিশ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে টুপি ও মাস্ক পরিহিত এক ব্যক্তি স্কুলটিতে ঢুকে পড়ে এবং ছুরিকাঘাত শুরু করে।

পুলিশ বিবৃতিতে আরও জানায়, ৪৮ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তিটি এখনও পলাতক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরতে তৎপর রয়েছে। তবে হতাহতদের নাম বয়স প্রকাশ করেনি প্রশাসন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বেইজিং ডেইলির প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ অফিসার একটি শিশুকে নিয়ে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যাচ্ছেন।

এমন ঘটনা যদিও চীনে বিরল। চীনে সাধারণ নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে দক্ষিণ চীনের একটি কিন্ডারগার্ডেন স্কুলে ছুরিকাঘাতে ২ জন শিশু নিহত হয়।

এটিএম/



Exit mobile version