Site icon Amra Moulvibazari

খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে সরকারের মন্ত্রীরা আগ বাড়িয়ে কথা বলছেন: গয়েশ্বর

খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে সরকারের মন্ত্রীরা আগ বাড়িয়ে কথা বলছেন: গয়েশ্বর


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি।

খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে ক্ষমতাসীন দলের মন্ত্রীরা আগ বাড়িয়ে কথা বলে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১০ মার্চ) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির চাওয়া খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। মুক্তির পর কোথায় চিকিৎসা করবেন সেটি তার ব্যক্তিগত বিষয়।

ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, জনবিচ্ছিন্ন ভোটারবিহীন সরকারের পক্ষে দেশ চালানো সম্ভব নয়। তাই বিএনপির দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

/এমএন



Exit mobile version