Site icon Amra Moulvibazari

সমঝোতার ভিত্তি হতে পারে চীনের শান্তি পরিকল্পনা: রাশিয়া

সমঝোতার ভিত্তি হতে পারে চীনের শান্তি পরিকল্পনা: রাশিয়া


বৈঠকে পুতিন-শি জিনপিং। ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন সমঝোতার ভিত্তি হতে চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা। মঙ্গলবার (২১ মার্চ) সফররত প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

তিনি জানান- চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠকে যুদ্ধের ইস্যুটি ব্যাপক গুরুত্ব পেয়েছে। শান্তি পরিকল্পনা উপস্থাপন করা হলেও; অপর পক্ষের তরফ থেকে কোনও সাড়া মিলছে না। ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা প্রস্তুত থাকলে শান্তি পরিকল্পনা এগিয়ে নেয়া সম্ভব।

দু’দিনের সফরে মস্কো গেছেন চীনের প্রেসিডেন্ট। এ সময় বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক জোরদারে দুটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন দুই নেতা।

পরে সংবাদ সম্মেলনে রাখা বক্তব্যে শি জিনপিং বলেন- চীন বরাবরই শান্তি ও সংলাপের পক্ষে। চলমান যুদ্ধে সঠিক অবস্থানে রয়েছে বেইজিং। যুদ্ধ পরিস্থিতিতে এই সফরকে গুরুত্বের সাথে বিবেচনা করছে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট সব পক্ষ।

এএআর/



Exit mobile version