এক দিনের বৃষ্টিতেই ভয়াবহ বন্যার কবলে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা। এ পর্যন্ত ১৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
মঙ্গলবার (৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা থেকে শুরু হয় ভারী বৃষ্টি। এতে পশ্চিম প্রদেশের বেশ কয়েকটি জেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়িসহ বহু স্থাপনা। পানিতে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। তবে ভূমিধসের কারণে কঠিন হয়ে পড়ছে উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে কয়েকটি আশ্রয়কেন্দ্র।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা রুটসিরো। যেখানে একদিনেই মারা গেছে অন্তত ২৬ জন। দেশটির প্রেসিডেন্ট দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে বন্যার কবলে প্রতিবেশী দেশ উগান্ডার সীমান্তবর্তী এলাকাগুলো। নিহত হয়েছে কমপক্ষে ছয়জন।
এটিএম/