Site icon Amra Moulvibazari

ভোলায় বিপুল প‌রিমাণ গাঁজাসহ যুবক আটক

ভোলায় বিপুল প‌রিমাণ গাঁজাসহ যুবক আটক


ভোলা প্রতিনিধি:

ভোলায় বিপুল প‌রিমাণ গাঁজাসহ মো. ইউসুফ (২৫) না‌মে এক যুব‌ককে আটক ক‌রে‌ছে পু‌লিশ। আটককৃত ইউসুফ চট্টগ্রা‌মের আন্দা মা‌নিক এলাকার আব্দুল ল‌তি‌ফের ছে‌লে।

বৃহস্পতিবার (৪ মে) দুপু‌র ১২টার দি‌কে ভোলার ইলিশা ইউনিয়নের ব্যারিস্টার কাঁচা‌রি এলাকা থে‌কে তা‌কে আটক করা হয়।

ইলিশা পু‌লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ব্যারিস্টার কাঁচা‌রি এলাকার সড়‌কে অভিযান চা‌লি‌য়ে এক‌টি অটোরিকশা চল্লাশি ক‌রে ৫ কে‌জি গাঁজাসহ তা‌কে আটক ক‌রা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফে‌নী থে‌কে গাঁজা নি‌য়ে ভোলা সদ‌রে বি‌ক্রি কর‌তে যা‌চ্ছি‌ল ব‌লে স্বীকার ক‌রে সে।

তি‌নি আরও জানান, আটককৃতের বিরু‌দ্ধে ভোলা ম‌ডেল থানায় মাদক আইনে এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

এএআর/



Exit mobile version