Site icon Amra Moulvibazari

কৃষকরা আমাদের ভাই, স্বজন: খাদ্যমন্ত্রী

কৃষকরা আমাদের ভাই, স্বজন: খাদ্যমন্ত্রী


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, হাওরে ঢলের কারণে আগাম ধান কাটা শুরু হয়। ধান কেনার সময় কৃষকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। কৃষকরা আমাদের ভাই, স্বজন। ভালোভাবে পরীক্ষা করেই ধান কিনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর খাদ্যভবনে বোরো ধান সংগ্রহ অভিযান নিয়ে সভা শেষে এসব কথা বলেন সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৭ মে থেকে ১৬ মে’র মধ্যে সরকারিভাবে বোরো ধান ও চাল কেনা হবে। এবার সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল এবং ৬ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। ধান ও চালের মানের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। মান ঠিক রেখে কিনতে হবে।

কৃষকের তালিকা করায় কোনো অনিয়ম যেন না হয়, সেজন্য হুঁশিয়ারি দিয়েছেন সাধন চন্দ্র মজুমদার। বলেন, লাইসেন্স ছাড়া ধান, চাল কেনা যাবে না। মিলারদের কাছে কোনো লাইসেন্সধারী কত মণ ধান বিক্রি করছে এর তথ্য রাখতে হবে।

/এমএন



Exit mobile version