Site icon Amra Moulvibazari

ইউরোপ-আমেরিকায় দ্বিতীয় দফায় হতে পারে করোনা সংক্রমণ

ইউরোপ-আমেরিকায় দ্বিতীয় দফায় হতে পারে করোনা সংক্রমণ

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের শিকার অন্তত ২ কোটি মানুষ। যা সরকারি হিসেবের প্রায় ১০ গুণ বলে দাবি মার্কিন প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল- সিডিসির। দ্বিতীয় দফায় কোভিড নাইনটিন সংক্রমণ বেড়ে চলেছে দেশটির বেশ কয়েকটি রাজ্যে। হটস্পট ব্রাজিলসহ লাতিন আমেরিকায় ভয়াবহ আকার নিয়েছে মহামারি পরিস্থিতি। ইউরোপসহ বিভিন্ন দেশে মহামারির সেকেন্ড ওয়েভ নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মহামারি যখন কিছুটা নিয়ন্ত্রণে তখন আগামী সপ্তাহ থেকে কড়াকড়ি শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তার আগেই অবশ্য গা ছাড়া ভাব দেখা যাচ্ছে ব্রিটিশদের। ব্রিটেনের সমুদ্র সৈকতে মানুষের উপচে পড়া ভীড়ের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায়নি মানুষের স্বাস্থ্যবিধি মানার বালাই।

এমন বেপড়োয়া আচরণ দ্বিতীয় দফায় মহামারি বিস্তারের কারণ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপীয় পার্লামেন্টের হেলথ কমিটির সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিডিও কনফারেন্সে তুলে ধরা হয় বর্তমান পরিস্থিতি। বলা হয়, আগামী সপ্তাহে সংক্রমণ এক কোটিতে আর মৃত্যুর সংখ্যা পৌছাতে পারে পাঁচ লাখে। তবে এক বছরের মধ্যে করোনার টীকা পাওয়া যাবে বলে আশাবাদ জানান সংস্থাটির মহাপরিচালক।

গেলো সপ্তাহে যুক্তরাষ্ট্রে করনা সংক্রমণ সামগ্রিকভাবে বেড়েছে ২৫ শতাংশ। দশ অঙ্গরাজ্যে সংক্রমণ বেড়েছে ৫০ শতাংশ। নিউ ইয়র্কের পর এখন দেশটিতে কোভিড-১৯ এর হটস্পট টেক্সাস। অঙ্গরাজ্যটিতে পরীক্ষিত নমুনার দশ শতাংশই পজিটিভ। দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে ক্যালির্ফোনিয়াতেও। এছাড়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অন্যান্য অঙ্গরাজ্যেও।

মার্কিন রোগতত্ত্ব নিয়ন্ত্রণ বিভাগের দাবি দেশটিতে সংক্রমিতের সংখ্যা অন্তত দুই কোটি। যা সরকারি হিসাবের তুলনায় অন্তত দশ গুণ বেশি। তবে মহামারি নিয়ন্ত্রণে আবারো সাফল্যের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

এদিকে লকডাউন শিথিলের পরই ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বেশির ভাগ দেশেই আবারো বেড়েছে করোনার সংক্রমণ।

সেকেন্ড অয়েভ ঠেকাতে ফের কড়াকড়ি আরোপ করেছে জার্মানি, পর্তুগাল, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন।

Exit mobile version