Site icon Amra Moulvibazari

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সৌজন্য আম উপহার

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সৌজন্য আম উপহার


আমের ভরা মৌসুম চলছে বাংলাদেশে। গত বছরের ন্যায় এবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর সেরা আম হিসেবে খ্যাত ১ হাজার কেজি ‘আম্রপালি’ উপহার দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

শুক্রবার (১৭ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর অনন্য উপহার হিসেবে বাংলাদেশ থেকে পাঠানো ‘আম্রপালি’ পৌঁছে দেয়া হয় ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে। ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে প্রধানমন্ত্রীর উপহারের ‘আম্রপালি’ পৌঁছে দেয়া হয়।

উল্লেখ্য, গত বছরেও আমের মৌসুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিম বাংলা, ত্রিপুরা আসামের মুখ্যমন্ত্রীকে ‘আম্রপালি’ উপহার দেয়া হয়।

/এম ই



Exit mobile version