Site icon Amra Moulvibazari

এশিয়া কাপের দল ঘোষণা করলো পাকিস্তান; জায়গা হয়নি হাসান আলির

এশিয়া কাপের দল ঘোষণা করলো পাকিস্তান; জায়গা হয়নি হাসান আলির


ছবি: সংগৃহীত

সবার আগে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি পেসার হাসান আলির। তার পরিবর্তে সুযোগ মিলেছে নাসিম শাহর।

২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এশিয়া কাপ মিশন। পাকিস্তানের নেতৃত্ব দেবেন বাবর আজম। দলে দাক পেয়েছেন সালমান আলি আগা। এছাড়া ইনজুরি থেকে স্কোয়াডে ফিরেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, হাসান আলিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি দেয়া হয়েছে। দলে নেয়া হয়েছে নাসিম শাহকে। তার দ্রুতগতি আমাদের ফাস্ট বোলিং ইউনিটে শক্তি যোগ করবে। সে এখনও সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও তাকে আক্রমণাত্মক অপশন হিসেবে বিবেচনায় রেখেছি।

পাকিস্তান স্কোয়াডের বাকিরা হলেন শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির।

আরও পড়ুন: বিগ ব্যাশে খেলার অনাপত্তিপত্র পাচ্ছে না পাকিস্তানের ক্রিকেটাররা

/এম ই



Exit mobile version