Site icon Amra Moulvibazari

ইতালি সমুদ্র উপকূলে নৌকাডুবিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০

ইতালি সমুদ্র উপকূলে নৌকাডুবিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০


ইতালি সমুদ্র উপকূলে নৌকাডুবিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০ জনে। হতভাগ্য অভিবাসনপ্রার্থীদের তালিকায় রয়েছে ১২ শিশু। খবর এপির।

দেশটির কোস্টগার্ডের বিবৃতি অনুসারে, ৮১ আরোহীকে জীবিত উদ্ধার করা গেছে। যাদের মধ্যে ২০ জন হাসপাতালে ভর্তি। সংকটাপন্ন একজনের অবস্থা। তবে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। কারণ, কাঠের নৌকাটিতে ছিল ধারণার তুলনায় অত্যধিক আরোহী।

জীবিত ফেরা ব্যক্তিরা বলছেন, দুই শতাধিক অভিবাসনপ্রার্থী ইউরোপের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাদের প্রায় সবাই পাকিস্তান-আফগানিস্তানের মতো দক্ষিণ এশিয়ার নাগরিক। উদ্ধারের সময় চার মানবপাচারকারীকে গ্রেফতার করেছে ইতালি পুলিশ। তারা সবাই তুরস্কের নাগরিক।

ধারণা করা হচ্ছে, ঝড়ো আবহাওয়ার মধ্যে পড়েছিল নৌযানটি। পাথরে ধাক্কা লেগে টুকরো-টুকরো হয়ে যায় সেটি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম’র তথ্য অনুসারে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় ২০ হাজারের বেশি অভিবাসনপ্রার্থীর মৃত্যু হয়েছে।

এটিএম/



Exit mobile version