Site icon Amra Moulvibazari

বেসরকারি অ্যাম্বুলেন্সের বাণিজ্যিকরণে বিআরটিএর নিস্ক্রিয়তা কেন অবৈধ নয়

বেসরকারি অ্যাম্বুলেন্সের বাণিজ্যিকরণে বিআরটিএর নিস্ক্রিয়তা কেন অবৈধ নয়


ফাইল ছবি।

রোগী বহনকারী বেসরকারি অ্যাম্বুলেন্সকে বাণিজ্যিকরণের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিস্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৭ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে ভাড়ায় চলাচলের সময় বেসরকারি অ্যাম্বুলেন্সকে জরিমানা না করার জন্য কেন নির্দেশ প্রদান করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

আইন, স্বরাষ্ট্র, সড়ক পরিবহন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, বিআরটিএ ও জরুরি সেবা ৯৯৯ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে, গত সপ্তাহে শরিফুল আলম মেহেদী নামে এক অ্যাম্বুলেন্সের মালিক রিট দায়ের করেন। রিটে বেসরকারি অ্যাম্বুলেন্সকে বাণিজ্যিকরণের বিষয়ে বিআরটিএর নিস্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়।

/এমএন



Exit mobile version