Site icon Amra Moulvibazari

সালমান খানকে হত্যার হুমকি: জারি হলো যে নিষেধাজ্ঞা

সালমান খানকে হত্যার হুমকি: জারি হলো যে নিষেধাজ্ঞা


বলিউড সুপারস্টার সালমান খান। ছবি : সংগৃহীত

আবারও হত্যার হুমকি পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। এতে রাতারাতি বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীর সংখ্যা। পাশাপাশি, বলিউড ভাইজানের বান্দ্রার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভক্তদের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। খবর আনন্দবাজারের।

খবরে বলা হয়েছে, শুধু ব্যক্তিগত নিরাপত্তারক্ষীই নয়, এ ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশও। সালমানের নিরাপত্তায় সার্বক্ষণিক দু’জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর এবং ৮-১০ জন পুলিশ কনস্টেবল মোতায়েন থাকবেন। এ ঘটনার আগেই ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেয়েছেন সালমান। এছাড়াও যাতায়াতের ক্ষেত্রে সব সময় বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন তিনি। তার পুরো নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন দীর্ঘদিনের সহযোগী দেহরক্ষী শেরা।

প্রসঙ্গত, শনিবার সালমানের ম্যানেজারের কাছে হুমকি দিয়ে একটি ইমেইল আসে। মুম্বাই পুলিশ সূত্র জানিয়েছে, সেই মেইলটি পাঠিয়েছে কানাডা প্রবাসী ডন গোল্ডি ব্রারের এক সহযোগী। মেইলটিতে উল্লেখ করা হয়েছে তিহাড় জেল থেকে দেয়া গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির কথাও। মেইলে বলা হয়েছে, গোল্ডি ভাই কথা বলতে চায় তোর বস সালমানের সঙ্গে। কিছু হিসাব চোকাতে হবে। সময় আছে। খবর দিয়ে দিলাম। পরের বার ঝটকা লাগবে। ওই মেইলের কথা জানার পরপরই লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার ও মোহিত গর্গের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ।

এএআর/



Exit mobile version