Site icon Amra Moulvibazari

ফেনী-৩ আসনের সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেফতার

ফেনী-৩ আসনের সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেফতার


ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১২ অক্টোবর) ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতারের কথা জানায় র‍্যাব।

জানা গেছে, গত ৫ আগস্ট ফেনীতে অটোচালক জাফর হত্যা মামলার আসামি তিনি।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন রহিম উল্লাহ। তবে সেই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। এর আগে, ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

/আরএইচ



Exit mobile version