Site icon Amra Moulvibazari

বিদ্যুতের অবস্থার উন্নতি হয়েছে: তৌফিক-ই-ইলাহী চৌধুরী

বিদ্যুতের অবস্থার উন্নতি হয়েছে: তৌফিক-ই-ইলাহী চৌধুরী


তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ফাইল ছবি।

কিছুদিন আগে ভালো না থাকলেও বর্তমানে বিদ্যুতের অবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম।

সোমবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে মুজিবনগর দিবস উপলক্ষে ‘অবিস্মরণীয় একদিন’ শীর্ষক আলোচনার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। ওই আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, গরম বেশি পড়লে বৈদ্যুতিক তার গরম হয়, তখন ঝুঁকিও বাড়ে। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জন্য এটা কারণ হতে পারে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে মুজিবনগর সরকারের নেতৃত্বে স্বাধীনতা আসে। মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে জোর দেয়ার আহ্বান জানান বিশিষ্টজনরা।

/এমএন



Exit mobile version