Site icon Amra Moulvibazari

তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণের কাজ শেষ

তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণের কাজ শেষ


রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণের কাজ শেষ করেছে পুলিশ। গতকাল বুধবার (২৭ এপ্রিল) রাতে দেয়াল তৈরির কাজ শেষ হয়। মাঠটি রক্ষার দাবিতে এলাকাবাসী, পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আন্দোলনের মধ্যেই দেয়াল নির্মাণের কাজ শেষ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে তেঁতুলতলা মাঠে গিয়ে দেখা যায়, মাঠটির উত্তর পাশের পুরো সীমানাজুড়ে দেয়াল নির্মাণ করা। শুধু এক পাশে সামান্য জায়গা খালি রাখা হয়েছে। সেখান দিয়ে মাঠে প্রবেশ করা যায়। আর এদিন কাঁটাতার বসানোর কাজ চলছে।

এলাকাবাসীরা জানিয়েছেন, গতকাল প্রতিবাদ-সমাবেশ চলাকালে দেয়াল নির্মাণের কাজ বন্ধ ছিল। সবাই চলে যাওয়ার পর আবার কাজ শুরু হয়। পরে রাতের মধ্যেই দেয়াল তৈরির কাজ শেষ হয়।

আরও পড়ুন: তেঁতুলতলা কোনো সময় মাঠ ছিল না; আপাতত এটা পুলিশের সম্পত্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

/এমএন



Exit mobile version